কাবুলে একাধিক বিস্ফোরণ: তালেবান বলছে তদন্ত চলছে
প্রকাশ:
১০ অক্টোবর, ২০২৫, ০৯:৪৮ সকাল
নিউজ ডেস্ক |
![]()
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এই বিস্ফোরণ হয়। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই তথ্য নিশ্চিত করেছে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। জবিউল্লাহ মুজাহিদ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কাউকে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, সব ঠিক আছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’ স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, কাবুলের আবদুল হক স্কয়ার এলাকায় একটি ল্যান্ড ক্রুজার গাড়ি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়। আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিস্ফোরণের পর ওই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়, ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে তারা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের পর শহরের বিভিন্ন সড়কে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্যকে তল্লাশি চালাতে দেখা যায়। এ সময় কাবুলের কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি, এবং সরকারি পক্ষ থেকেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। সূত্র: ডন এনএইচ/ |