রামচন্দ্রপুর ইমাম ও উলামা ঐক্য পরিষদের কমিটি গঠন সম্পন্ন হয়েছে
প্রকাশ:
০৯ অক্টোবর, ২০২৫, ০৭:৫৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইমাম ও ওলামা ঐক্য পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৮ টা রামচন্দ্রপুর বাজারপাড়া শাহী জামে মসজিদে এ কমিটি গঠন করা হয়। এতে মাওলানা আবু হানিফ সরকারকে সভাপতি, মাওলানা হুমায়ুন কবির রহমানীকে সিনিয়র সহ-সভাপতি,মাওলানা তরিকুল ইসলাম দিনাজপুরীকে সেক্রেটারি, মুফতি দেলোয়ার আমিনকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। কাউন্সিল অধিবেশনে আলোচকরা নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল কর্তৃক কুরআন শরীফের উপর পা রেখে ভিডিও ধারণ এবং পরবর্তীতে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলার ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেন। এবং ধর্ম অবমাননা কারীদের বিরুদ্ধে ব্লাসফেমি আইন করে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানান। এছাড়াও আলোচকরা প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষকের অনুমোদন বাতিল ও ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করার দাবি জানিয়ে বলেন, মুসলিম সন্তানদের জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা করা ফরজ। তাই একটি মুসলিমপ্রধান দেশে এটা একটি নৈতিক ও স্বাভাবিক জনচাহিদার দাবি হলো প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকা এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। সিলেবাসে ধর্মীয় বই আছে, কিন্তু ধর্মীয় শিক্ষকের অভাবে যথাযথভাবে পাঠ দেওয়া যাচ্ছে না। বিভিন্ন সময়ে শোনা যাচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানে না বা অন্য ধর্মের অনুসারীদেরকে দিয়েও ইসলাম ধর্ম নিয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করানো হচ্ছে। ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে ইসলাম শিক্ষার মান নিশ্চিত করতে পারলে এটা নাগরিকদের নৈতিক মান উন্নত করবে, ইসলাম সম্পর্কে অসচেতনতা দূর হবে এবং অভিভাবকদের ভিতর আল কোরআনুল কারীম সহ ইসলামের মৌলিক শিক্ষা প্রদানের যে চাহিদা রয়েছে, তা-ও পূরণ করতে হবে। অতএব শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবু হানিফ সরকার, মাওলানা হুমায়ুন কবির রহমানী, মুফতি ওমর ফারুক রশীদি, মাওলানা জয়নাল আবেদীন,মাওলানা তরিকুল ইসলাম দিনাজপুরী, মুফতি ইফতেখার আহমেদ,মুফতি দেলোয়ার আমিন,মুফতি হাফিজ উদ্দিন পীরজী,মুফতি আবু তাহের,মুফতি মনিরুল ইসলাম মাহমুদী,মাওলানা মেহেদী হাসান,হাফেজ নজরুল ইসলাম, মুফতি ইয়াকুব উসমানী,হাফেজ মাওলানা আল আমিন ,মুফতি ওয়ালি উল্লাহ ,মাওলানা রফিকুল ইসলাম ,হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন ,মাওলানা রাকিবুল ইসলাম,মাওলানা সানাউল্লাহ ,মাওলানা ইয়াসিন আরাফাত ,হাফেজ মাওলানা খাইরুল ইসলাম ,মাওলানা কামাল উদ্দিন ,মাওলানা মুজিবুর রহমান ,হাফেজ মাওলানা ইউনুস সাহেব ,এইচএম মেহেদী হাসান ,মাওলানা বাইজিদ আল আজাদী,মাওলানা জাকির হোসাইন ,মুফতি বোরহান উদ্দিন ,মাওলানা ইসহাক আহমদ ,হাফেজ মাওলানা খালেদ আহমদ ইনাম,মাওলানা হাবিবুল্লাহ,মাওলানা আলমগীর হোসাইন ,মাওলানা গিয়াস উদ্দিন ,মাওলানা মোহাম্মদ উল্লাহ , মাওলানা কামাল উদ্দিন ,মাওলানা কাউসার আলম,মুফতি ইয়াকুব ওসমানী ,মুফতি আবু তাহের প্রমুখ। এমএম/ |