
|  লালবাগ মাদরাসার পাশে মিউজিক ফেস্টিভাল: মুসলিমদের প্রতিবাদ  
										প্রকাশ:
										০৯ অক্টোবর, ২০২৫,  ০৯:২৫ সকাল
					 নিউজ ডেস্ক | 
| _original_1759980310.jpg)  
 লালবাগ কেল্লার দেয়াল ঘেঁষে, দেশের অন্যতম প্রাচীন দ্বীনি বিদ্যাপিঠ লালবাগ মাদরাসার পাশে একটি মিউজিক ফেস্টিভালের আয়োজন ঘিরে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বুধবার ৮-অক্টোবর লালবাগ শাহী মসজিদে নামাজ আদায়ের পর মুসল্লিরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি গৌরেশহীদ মাজার হয়ে লালবাগ কেল্লার সামনে গিয়ে অবস্থান নেয়। তাদের দাবি, এই আয়োজন ধর্মীয় পবিত্রতা ও স্থানীয় মুসলিমদের ধর্মীয় অনুভূতির প্রতি স্পষ্ট আঘাত। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে অনুষ্ঠানটি বন্ধের দাবি তুলেছেন। প্রতিবাদকারীদের একজন বলেন, “একটি দ্বীনি প্রতিষ্ঠানের পাশেই যখন গানের অনুষ্ঠান হয়, তখন তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।” বিখ্যাত কারীদের পক্ষে থেকেও জানানো হয়, দ্বীনি পরিবেশ ও ধর্মীয় স্থাপনার সম্মান রক্ষায় এই ধরনের আয়োজন অনভিপ্রেত। আন্দোলনকারীরা লালবাগ কেল্লার সামনে অবস্থান করলে পরে প্রশাসনিকভাবে তা বন্ধ হওয়ার আশ্বাস দেওয়া হয়। এলএইস/ |