স্পেনের রাজধানী মাদ্রিদে ছয়তলা ভবন ধসে নিহত ৪
প্রকাশ:
০৮ অক্টোবর, ২০২৫, ০৫:০২ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
স্পেনের রাজধানী মাদ্রিদের কেন্দ্রস্থলে একটি ছয়তলা ভবন হোটেলে রূপান্তরের জন্য সংস্কার করার সময় ধসে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার (৮ অক্টোবর) জানিয়েছে, দেশটির জরুরি পরিষেবার কর্মীরা ধসে পড়া ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ থাকা চারজনের মৃতদেহ উদ্ধার করেছেন। মাদ্রিদের মেয়র হোসে লুইস আলমেইদা সামাজিক মাধ্যম এক্স-এ গভীর দুঃখ প্রকাশ করে এই খবরটি নিশ্চিত করেছেন। রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারী স্থপতি রয়েছেন, যিনি এই সংস্কার প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বাকি তিনজন একুয়েডর, মালি ও গিনি থেকে আসা প্রবাসী নির্মাণকর্মী এবং তাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। ভবনটি ভেতরের কাঠামো ধসে পড়লেও সামনের অংশ অক্ষত ছিল। দুর্ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পরে বুধবার সকালে নিখোঁজদের দেহাবশেষ পাওয়া যায়। এই ঘটনায় আরও তিনজন নির্মাণকর্মী আহত হয়েছেন। তল্লাশি ও উদ্ধার অভিযান চালাতে পুলিশ ও দমকল কর্মীরা ড্রোন ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করেন। মাদ্রিদের কেন্দ্রস্থলে অবস্থিত এই সাবেক অফিস ভবনটির কাছেই অপেরা হাউজ ও রাজপ্রাসাদ রয়েছে, এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। ভবনটিকে একটি ডেভলপার কোম্পানির মাধ্যমে সংস্কার করে চার-তারকা হোটেলে রূপান্তরিত করা হচ্ছিল। এই ভবনটি সৌদি আরবভিত্তিক রিয়েল এস্টেট বিনিয়োগকারী প্রতিষ্ঠান আরএসআর ২ কোটি ৮৫ লাখ ডলারে কিনে নিয়েছিল এবং এটিকে হোটেলে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছিল। আরএইচ/ |