বাংলাদেশ সফরে দ্বীনিয়াতের ভারতীয় মুরব্বি আলেমরা, দেখে নিন সফরসূচি
প্রকাশ: ০৮ অক্টোবর, ২০২৫, ০১:৩৫ দুপুর
নিউজ ডেস্ক

দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানীর নির্দেশিত ভারত থেকে আগত দ্বীনিয়াতের মুরব্বি উলামায়ে কেরামগণ এখন বাংলাদেশে অবস্থান করছেন। তারা ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রোগ্রাম করেছেন। আগামী কয়েক দিনও দেশের বিভিন্ন এলাকায় তাদের কর্মসূচি রয়েছে। 

প্রতিনিধি দলে রয়েছেন মুফতি আবুল কাশেম নোমানীর খলিফা জামিয়া মোহাম্মদ আহমদ ব্যাঙ্গালোর ইন্ডিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি শামসুদ্দিন কাসেমী বাজালি। তিনি দারুল উলুম শাহ ওলিউল্লাহ ব্যাঙ্গালোর ইন্ডিয়ার উস্তাদ, জমিয়তে উলামা কর্ণাটকের জয়েন্ট সেক্রেটারি, দ্বীনি তালিমী বোর্ডের রোকনে শূরা ও বেফাকুল মাকাতিবের জিম্মাদার।

রয়েছেন মারকাজ মসজিদ সুলতান শাহ বাঙ্গালোর ইন্ডিয়ার ইমাম ও খতিব এবং মাদরাসায়ে সুলতানুল উলুম বাঙ্গালোর মুহতামিম, মাওলানা রিয়াজ আহমদ কাসেমী। তিনিও বেফাকুল মাকাতিবের জিম্মাদার।

আরও আছেন জামিয়া তালহা ফারুকিয়া বাঙ্গালোর ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম এবং বেফাকুল মাকাতিবের জিম্মাদার মাওলানা হাফিজ আসিম আব্দুল্লাহ। আছেন  বেফাকুল মাকাতিব ব্যাঙ্গালোর ইন্ডিয়ার জিম্মাদার মাওলানা আশরাফ।

আগত মেহমানদের সফরসূচির মধ্যে রয়েছে-

বুধবার (৮ অক্টোবর): বাদ মাগরিব ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর): মাহমুদিয়া মাদরাসা বরিশাল, সকাল ৭টা থেকে। বাদ জোহর বরগুনা কেন্দ্রীয় জামে মসজিদ।

শুক্রবার (১০ অক্টোবর): ফজর থেকে জুমা পর্যন্ত জুমার প্রস্তুতি, বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আইকন আইডিয়াল ইনস্টিটিউট খিলগাঁও মাস্তুরা প্রোগ্রাম। বাদ মাগরিব আইকন আইডিয়াল ইনস্টিটিউট খিলগাঁওয়ে স্থানীয় উলামায়ে কেরামদের নিয়ে মুজাকারা। রাত ১০টায় উর্দু জামাত ধানমন্ডি।

শনিবার (১১ অক্টোবর) সকালে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুর। আইকন আইডিয়াল ইনস্টিটিউট খিলগাঁও, ৯টা থেকে জোহর পর্যন্ত বিভিন্ন পদ্ধতিতে মক্তব পরিচালকদের নিয়ে মুজাকারা। বাদ জোহর ইসলামিক স্কুলের পরিচালক বিভিন্ন, কলেজ ভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন পেশাজীবী। বাদ আসর যাত্রাবাড়ী বড় মাদরাসা।

রোববার (১২ অক্টোবর) সকাল জামিয়া রশিদিয়া ফেনী, বাদ জোহর হাটহাজারী মাদরাসা, বাদ মাগরিব পটিয়া মাদরাসা।

সোমবার (১৩ অক্টোবর) বাদ জোহর টঙ্গী, উত্তরা এলাকার সাথীদের সঙ্গে মুজাকারা।

এদিকে গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টার সময় মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকার আমিনুত তালিম ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিকের সাথে সাক্ষাৎ করেন মেহমানরা। তারা বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের কাছে দ্বীনের মৌলিক দ্বীন শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরামর্শমূলক আলোচনা করেন খতিব সাহেবের সাথে। মারকাযের তাখাসসুসাতের তালিবুল ইলিমদের সামনে খতমে নবুওয়াত এবং মকতব শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এবং মারকাযের ইফতা বিভাগের দায়িত্বশীল মুফতি আনোয়ার হোসাইন ও মুফতি ফয়জুল্লাহ মেহমানদের নিয়ে পুরো মাদরাসা পরিদর্শন করেন।

বাদ জোহর কর্মশালা অনুষ্ঠিত হয় জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদরাসায়। কর্মশালায় উপস্থিত ছিলেন জামিয়ার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা শামছুল আরেফিন খান সাদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিমসহ জামিয়ার শিক্ষকগণ ও স্থানীয় আইম্মায়ে মাসাজিদ ওলামায়ে কেরাম।

বাদ মাগরিব কর্মশালা অনুষ্ঠিত হয় মিরপুরে দারুর রাশাদ মাদরাসায়। কর্মশালায় উপস্থিত ছিলেন জামিয়ার মুহতামিম শাইখ সালমান নদভী, ড.শহীদুল ইসলাম ফারুকী, মুফতি আব্দুল্লাহ কাসেমীসহ জামিয়ার সকল শিক্ষকগণ ও স্থানীয় ওলামায়ে কেরাম।

এলএইস/