ফোন হ্যাক হলে বোঝার উপায়
প্রকাশ:
০৮ অক্টোবর, ২০২৫, ১২:২৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
||নাজমুল হাসান|| আধুনিক যুগে স্মার্টফোন হ্যাক হওয়া যেন নিত্য দিনের ঘটনা। হ্যাকাররা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষতিকারক কাজ করতে পারে। অনেকেই মনে করেন, যাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য নেই, তাদের ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। তবে সত্যি হচ্ছে, ডার্ক ওয়েব বা অনলাইনে অনেক তথ্যই মূল্যবান। ফোন হ্যাক হলে ব্যবহারকারীরা সাধারণত নিম্নলিখিত লক্ষণগুলো লক্ষ্য করেন: অস্বাভাবিক ব্যাটারি খরচ: হ্যাক হওয়া ফোনের ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার চলার কারণে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়। ফোনের অতিরিক্ত গরম থাকা: ধারাবাহিকভাবে ফোন গরম থাকলে ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের কার্যক্রম সন্দেহজনক হতে পারে। ডাটা খরচ বেড়ে যাওয়া: ফোন ব্যবহারকারীর অজান্তে তথ্য তৃতীয় পক্ষের কাছে পাঠানো হলে ডাটা খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। অ্যাপ নিজে থেকেই খোলা: কোনো অ্যাপ অপ্রত্যাশিতভাবে চালু হওয়া, মেসেজ বা কল অন্যের কাছে চলে যাওয়া হ্যাকের ইঙ্গিত। পপআপ ও বিজ্ঞাপন বৃদ্ধি: অচেনা অ্যাপ ডাউনলোড হওয়া, পপআপ এবং বিজ্ঞাপন হঠাৎ বেড়ে যাওয়া। ফোন ধীরগতির হয়ে যাওয়া: হঠাৎ ফোন স্লো হয়ে যাওয়া বা ল্যাগ করা। বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, অজানা লিংক এড়ানো, নিয়মিত সফটওয়্যার আপডেট করা এবং অচেনা অ্যাপ ইনস্টল না করাই ফোন নিরাপত্তার মূল চাবিকাঠি। এনএইচ/ |