‘ব্লাসফেমি আইন থাকলে বারবার কোরআন অবমাননার সাহস পেত না’
প্রকাশ:
০৮ অক্টোবর, ২০২৫, ০৯:০৭ সকাল
নিউজ ডেস্ক |
![]()
রাজধানীর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। সেইসঙ্গে কোরআন অবমাননাকারী অপূর্ব পালের কঠোর শাস্তি দাবি করেন তারা। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের বড় বাজারে শাহী জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহী, কেন্দ্রীয় সূরা সদস্য মুফতি আব্দুল বারী, মাওলানা মোস্তফা আহমদ জিহাদী, মাওলানা খাইরুল বাশার, জেলা খেলাফত নেতা মাওলানা আব্দুল হালিম, অধ্যাপক মুজিবুল হক, মো. আব্দুল হামিদ, মুফতি মোহাইমিনুল ইসলাম, যুবনেতা মাওলানা আব্দুল ওয়াদুদ, খেলাফত যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, খেলাফত ছাত্র আন্দোলন জেলা সভাপতি মাওলানা আব্দুল মোতালিব খান ও সদর উপজেলা সভাপতি মাওলানা সাকিব আল হাসান প্রমুখ। বক্তারা বলেন, শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে বারবার কোরআন, হাদিস, আল্লাহ ও তাঁর রাসূলকে নিয়ে কটূক্তি চালানো হচ্ছে। এই কটূক্তি দেশের ধর্মপ্রাণ মানুষের অন্তরে গভীর আঘাত সৃষ্টি করেছে। তারা আরও অভিযোগ করেন যে, কটূক্তিকারীরা যদি তৎপরভাবে আইনের আওতায় না আনা হয় তাহলে তা পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে। বক্তারা আরও বলেন, আজ যদি ধর্ম নিয়ে কটূক্তি করার বিরুদ্ধে কার্যকর ব্লাসফেমি আইন থাকতো, তাহলে এই এমন ধরনের কর্মকাণ্ড কেউ করার সাহস দেখাতো না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই— অপূর্ব পালের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার প্রদান করতে হবে। বিচার প্রক্রিয়ায় টালবাহানা করা হয় তাহলে ধর্মপ্রাণ জনগণ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়ে বলেন, ধর্ম অবমাননার মামলাগুলো দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এনএইচ/ |