বিশ্বের এক নম্বর ধনী দেশটি এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে
প্রকাশ: ০৭ অক্টোবর, ২০২৫, ১২:৫৮ দুপুর
নিউজ ডেস্ক

বিশ্বের ধনী দেশ ও ইউরোপের সেনজেনভুক্ত রাষ্ট্র লুক্সেমবার্গ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এই ঘোষণা জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে দেওয়ার কথা। বিষয়টি দেশটির পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্টে জানানো হয়েছে, চলতি মাসের শেষের দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যুক্তরাজ্য, ফ্রান্স ও বেলজিয়ামসহ অন্যান্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে লুক্সেমবার্গ চূড়ান্ত ঘোষণা দেবে।

এর আগে ফ্রান্স, যুক্তরাজ্য ও অন্যান্য দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছিল।

প্রসঙ্গত, গত সপ্তাহে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন দার লিয়েন বলেছেন, গাজায় ঘটে যাওয়া ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে। তিনি ইসরায়েলের উগ্রপন্থি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আর ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চুক্তি আংশিক প্রত্যাহারের প্রস্তাব দেবেন।

ইউরোপীয় কূটনীতিকরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েলি রাজনীতিকদের পদক্ষেপ দুটি পৃথক রাষ্ট্রের মাধ্যমে ফিলিস্তিন সমস্যা সমাধানের সম্ভাবনাকে চ্যালেঞ্জ করেছে।

এনএইচ/