বিহারের মুসলিমদের কোনো নেতা নেই: আসাদউদ্দিন ওয়াইসি
প্রকাশ: ০৭ অক্টোবর, ২০২৫, ১০:০৫ দুপুর
নিউজ ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের ১৯ শতাংশ মানুষ মুসলিম হলেও তাদের কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইন্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। সোমবার (৬ অক্টোবর) তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

খবরে বলা হয়, এদিন বিহার বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরই বিহারের মুসলিমদের নেতা থাকা না থাকা নিয়ে মন্তব্য করেন এআইএমআইএম প্রধান ও হায়দরাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।

তিনি বলেন, ‘যাদব, পাসওয়ান, ঠাকুর… সব সম্প্রদায়ের নেতা রয়েছে, কিন্তু বিহারের ১৯ শতাংশের মুসলিমের একজন নেতা নেই!’

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বিহারের ১৩ কোটি জনসংখ্যার ১৭ দশমিক ৭ শতাংশ মুসলিম। ২০২০ সালের নির্বাচনে এ রাজ্যে চমকে দিয়েছিল এআইএমআইএম। ওই নির্বাচনে পাঁচটি আসনে জয়লাভ করেছিল তারা। যদিও পরে তাদের মধ্যে চার বিধায়ক আরজেডিতে যোগ দেন।

গত সেপ্টেম্বর মাসে বিহারে নির্বাচনী প্রচারে এসে ওয়েইসি বলেন, এআইএমআইএম, কংগ্রেস ও আরজেডির নেতৃত্বে বিরোধী শিবিরে যোগ দিতে রাজি আছে। তবে অপরপক্ষ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন না।

এনএইচ/