ফেসবুকে কোরআন অবমাননার পোস্ট, যুবককে গণপিটুনি
প্রকাশ:
০৬ অক্টোবর, ২০২৫, ০৬:০৬ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
সাতক্ষীরার দেবহাটা উপজেলার পুষ্পকাটি এলাকায় ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সোহাগ হোসেন (২৬) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহাগ উপজেলার পুষ্পকাটি গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ফেসবুকে সালাউদ্দিন নামের একটি অ্যাকাউন্ট থেকে আল্লাহ, ইসলাম ধর্ম ও পবিত্র কুরআন নিয়ে কটূক্তিমূলক একটি পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে যুবক নিজেও ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণের ইঙ্গিত দেন। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকেলে বিক্ষুব্ধ মুসল্লিরা সোহাগের বাড়িতে গিয়ে পোস্টের বিষয়ে জানতে চান। সে সময় সোহাগ পোস্টের বিষয়টি অস্বীকার না করে তাদের বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে ও জুতার মালা পরিয়ে দেয়। খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, সোহাগের মানসিক সমস্যা রয়েছে বলে কিছুদিন আগে জানা গিয়েছিল। ফেসবুক পোস্টের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। আমরা সবাইকে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানাচ্ছি। আরএইচ/ |