আফগানিস্তানের তিন প্রদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০’র বেশি পরিবার
প্রকাশ: ০৬ অক্টোবর, ২০২৫, ১০:৩০ দুপুর
নিউজ ডেস্ক

আফগানিস্তানের কাবুল, লাঘমান ও কাপিসা প্রদেশে টানা বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ৭২১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, বন্যায় বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং এক হাজার একরেরও বেশি কৃষিজমি তলিয়ে গেছে।

এনডিএমএর মুখপাত্র মোহাম্মদ ইউনুস হামাদ জানান, “গত ৪২ ঘণ্টায় ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও হঠাৎ বন্যার কারণে ১৮টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে। প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা ও ২,৪০০ একর কৃষিজমি নষ্ট হয়েছে। মোট ৭২১টি পরিবার ক্ষতির মুখে পড়েছে।”

তিনি আরও জানান, বন্যায় কয়েকটি এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি পোলট্রি ফার্মে প্রায় তিন হাজার মুরগি মারা গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকেরা জানিয়েছেন, বন্যা ও শিলাবৃষ্টিতে তাদের ফল ও ফসল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
কাপিসার বাসিন্দা শাহ লালা বলেন, “বন্যার তীব্রতায় আমাদের ডালিমসহ সব ফলের বাগান ধ্বংস হয়ে গেছে।”
কাবুলের কৃষক এজাতুল্লাহ জানান, “প্রবল শিলাবৃষ্টিতে আমাদের ডালিমের ফসল একেবারে শেষ হয়ে গেছে।”
লাঘমানের বাসিন্দা নাভিদ কাকার বলেন, “শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যায় আমাদের বাগান ভেসে গেছে, সঙ্গে প্রধান রাস্তাটিও নষ্ট হয়েছে।”

আফগান আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে, আগামী কয়েকদিন দেশের ১৭টি প্রদেশে আরও ভারী বৃষ্টিপাত, প্রবল বাতাস, বজ্রপাত ও নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে।

এনএইচ/