জামায়াতের আমির নির্বাচনে টানা তৃতীয়বার শফিকুর রহমানের সম্ভাবনা
প্রকাশ: ০৫ অক্টোবর, ২০২৫, ০১:২০ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নেতৃত্বের পদ ‘আমির’-এর নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, টানা তৃতীয়বারের মতো বর্তমান আমির ডা. শফিকুর রহমান পুনর্নির্বাচিত হতে পারেন।

দীর্ঘ সময় ধরে দলের নেতৃত্বে থাকা শফিকুর রহমানকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে “স্থিতিশীল নেতৃত্বের প্রতীক” হিসেবে দেখছেন অনেক রুকন ও কেন্দ্রীয় নেতা। এর আগে অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীও টানা তিন মেয়াদে আমির পদে দায়িত্ব পালন করেছিলেন।

নির্বাচন সাধারণত এক মাস ধরে চলে এবং রুকনদের গোপন ভোটের মাধ্যমে সম্পন্ন হয়। জেলা ও বিভাগীয় পর্যায়ে ভোটগ্রহণ অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর নাগাদ শেষ হবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, আমির নির্বাচনে তিনজন প্রার্থী নিয়ে একটি প্যানেল গঠন করা হয়। রুকনদের ভোটে সেই তালিকা থেকে একজনকে নির্বাচিত করা হয়। এবারও ডা. শফিকুর রহমান নিশ্চিতভাবে প্যানেলে আছেন। অন্যান্য সম্ভাব্য প্রার্থীরা হলেন সিনিয়র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং মিয়া গোলাম পরওয়ার।

দলের এক সাবেক কেন্দ্রীয় নেতা বলেন, “বর্তমান দায়িত্বে থাকা নেতার প্রতি রুকনদের আস্থা সাধারণত অব্যাহত থাকে। যদি স্বাস্থ্যগত কোনো সমস্যা না হয় বা স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তাহলে শফিকুর রহমান আবারও নেতৃত্বে থাকবেন।”

নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু বলেন, “আমির সাহেবের নেতৃত্বে সংগঠন অনেক বেশি গতিশীল হয়েছে। তিনি মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি সক্রিয়। তাই ধারাবাহিক নেতৃত্ব কাম্য।”

এনএইচ/