বিদায়ের সময় ‘খোদা হাফেজ’ বলা কি ঠিক?
প্রকাশ:
০৫ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
প্রশ্ন: কোনো ব্যক্তির সঙ্গে কথা শেষ হওয়ার পর “আলহামদুলিল্লাহ, বাই বাই, খোদা হাফেজ” বা “আল্লাহ হাফেজ” বলা কি ইসলাম অনুযায়ী ঠিক? উত্তর: ইসলামে কোনো বৈঠক বা বাড়িতে আগত ব্যক্তির জন্য সুন্নত হলো সালাম দেওয়া। যেমন উপস্থিতির সময় “আসসালামু আলাইকুম”, তেমনি বিদায়ের সময়ও “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ” বলা সুন্নত। বিকল্প শব্দ, যেমন “খোদা হাফেজ” বা “আল্লাহ হাফেজ” বলা বৈধ হলেও এতে সালামের সুন্নত পরিত্যাগ হয়। তাই মুসলমানদের উচিত সাক্ষাত ও বিদায়ের সময় সালামের সুন্নত অনুসরণ করা। ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে যে, সাক্ষাত ও বিদায়ের সময় এই সালাম বলার মধ্যে রয়েছে সওয়াব, বরকত ও কল্যাণ। হাদিসে বলা হয়েছে: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: উত্তর দাতা: এনএইচ/ |