শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
প্রকাশ: ০৫ অক্টোবর, ২০২৫, ১০:০৭ দুপুর
নিউজ ডেস্ক

গাজা অভিমুখী ঐতিহাসিক নৌবহরে অংশ নেওয়া ব্যক্তিদের, বিশেষ করে বিশ্ববিখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার— এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, “২০১৮ সালে হাসিনা সরকারের সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য শহিদুল আলম ১০৭ দিন কারাভোগ করেছিলেন। সেই সময় তিনি যে সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা প্রদর্শন করেছিলেন, আজও সেই একই চেতনা নিয়ে তিনি এই মানবিক অভিযানে অংশ নিচ্ছেন। তিনি আজ বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক।”

গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া নিজের বক্তব্য উদ্ধৃত করে অধ্যাপক ইউনূস বলেন, “অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে অর্জিত মানবিক অগ্রগতিকে ধ্বংস করে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “এর সবচেয়ে মর্মান্তিক উদাহরণ আমরা দেখছি গাজায়— যেখানে শিশুরা না খেয়ে মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগণ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল ও স্কুল ধ্বংস হয়ে যাচ্ছে, একটি গোটা জনপদ নিশ্চিহ্ন হয়ে পড়েছে।”

বিবৃতির শেষাংশে ড. ইউনূস বলেন, “আমরা শহিদুল আলমের পাশে আছি, গাজার পাশে আছি— এখন এবং চিরকাল।”

এনএইচ/