নেত্রকোনায় হট্টগোলে স্থগিত হলো হেফাজতে ইসলামের কাউন্সিল
প্রকাশ:
০৫ অক্টোবর, ২০২৫, ০৯:৫৭ সকাল
নিউজ ডেস্ক |
![]()
নেত্রকোনায় হেফাজত ইসলামের জেলা কাউন্সিলে হট্টগোলের ঘটনা ঘটেছে। এতে কাউন্সিল স্থগিত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। শনিবার (৪ অক্টোবর) বিকেলে নেত্রকোনা জেলা পাবলিক হলে পূর্ব নির্ধারিত জেলা কাউন্সিলের কার্যক্রম শুরু হয়। স্থানীয় আলেম এবং ঢাকা থেকে আগত অতিথিরা এতে বক্তব্য দেন। পরে জেলা কাউন্সিলের প্রস্তুতির সময় হাত তুলে সমর্থন প্রক্রিয়ায় কমিটি গঠনের সিদ্ধান্ত হলে মঞ্চের ওপরে ও নিচে হট্টগোলের শুরু হয়। এসময় কোনো পক্ষকে সামাল দিতে না পেরে নেত্রকোনা জেলা কাউন্সিল স্থগিত করেন কেন্দ্রীয় কমিটির নেতারা। কাউন্সিলে বিশেষ হেফাজত ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ অন্যরা বক্তব্য দেন। কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে সংগঠনের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব উপস্থিত থাকার কথা ছিল। তবে কাউন্সিলে হট্টগোলের কথা শুনে তিনি সেখানে উপস্থিত হননি। এনএইচ/ |