বেফাকের মেধা তালিকার ২৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুর
প্রকাশ:
০৪ অক্টোবর, ২০২৫, ০৯:১৬ রাত
নিউজ ডেস্ক |
![]()
কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায (স্টার মার্ক) প্রাপ্ত এবং মেধা তালিকায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে লক্ষ্মীপুরের মেধাবী তরুণ আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলার ৩৯টি মাদরাসার প্রায় ২৫০ জন কৃতি শিক্ষার্থীর হাতে মূল্যবান বই, সম্মাননা ক্রেস্ট এবং একটি মূল্যায়ন সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ৩টা লক্ষ্মীপুর আল মুঈন ইসলামী একাডেমী মিলনায়তনে মুফতি মুহাম্মদ আরাফাতের সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ নূরী ও যুগ্মসাধারণ সম্পাদক বি এম আমীর জিহাদীর সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। প্রধান অতিথি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব আল্লামা মাহফুজুল হক বলেন, যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছেন, মনে করতে হবে এর অনেক বড় দায় আছে। তোমরা সমাজ সংস্করণের অন্যতম স্বপ্নবাজ একদল সুন্নতি কাফেলা। গতানুগতিক আলেম নয়, আমাকে বিশেষ ব্যক্তি হতে হবে। উদাসীনতা ছাড়তে হবে। দৈনিকের কাজ দৈনিক সম্পাদন করতে হবে। কর্মঠ ও উদ্যমী হতে হবে। আর আমাদের জীবনাদর্শ নববি আদর্শে হতে হবে। দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী বলেন, বুদ্ধিবৃত্তিকভাবে দেশ গঠনে একদল মেধাবী তরুণ আলেম প্রয়োজন। মেধা, দরদ ও ফিকির এই তিন গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এই গুণের অভাবে আজ আমাদের অনেক নেতা থাকা সত্ত্বেও আমরা নেতৃত্ব শূন্য। এবং লেখালেখিকেও দাওয়াতের জন্য শিখতে হবে। হেফাজত যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলাসাবাদী বলেন, বস্তুবাদী সমাজের বিপরীতে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে আগে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। শুধু পঠন-পাঠন নয় বরং তা সমাজে বাস্তবায়ন করতে হবে। গতানুগতিক নয় বরং নেতৃত্ব দেওয়ার জন্য সৎ - সাহসী ও যোগ্য লোক তৈরি করার জন্য গঠনমূলক কাজ করতে হবে। দার্শনিক ও রাষ্ট্রচিন্তক মাওলানা মুসা আল হাফিজ বলেন, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি ১৬ বছর বয়সে যেই স্বপ্ন বুনয়ন করেছেন তারই পদাঙ্ক অনুসরনে আগামীর পথরেখা নির্ধারণ করতে হবে। এবং বিজেতা হিসেবে তৈরি করতে হবে। দ্বীনি ইলম ছাড়া দুনিয়ার শৃঙ্খলা বিনষ্ট হয়। তিনি আরো বলেন, গুনাহমুক্ত জীবন গঠন করলে তালিবুল ইলমদের ইলমি মাহারাত অর্জন হবে ইনশাআল্লাহ। কাজেই শিক্ষা সামাজ বিনির্মানে কার্যকরী ভূমিকা রাখবে। আলেমগণ দ্বীনের কর্ণধার। একজন আলেমের পদস্খলন হলে বহু মানুষের পদস্খলন হবে। বিজাতীদের সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করে সমাজের মানুষকে তা হতে সতর্ক করতে হবে। জেলা বেফাক সভাপতি মাওলানা আবু তাহের বলেন, পরীক্ষায় স্টারমার্ক পাওয়া একমাত্র উদ্দেশ্য নয় বরং ভালো যোগ্যতা অর্জন করতে হবে। নিজের পাঠ্যসূচীকে মূল্যায়ন করে তা ভালোভাবে আত্মস্থ করতে হবে। হীনম্মন্যতা নয় বরং নিজের ওপর আস্থা ও মনোবল শক্ত রাখতে হবে। শাইখুল হাদিস মাওলানা আবু নাসের আব্দুল্লাহ বলেন, আজকে রশিদ আহমদ গাঙ্গুহী, হুসাইন আহমদ মাদানী, কাসেম নানুতবী নেই। আমাদেরকে তাদের যোগ্য উত্তরসূরী হতে হবে। মুসলিম উম্মাহর বৃহৎস্বার্থে নিজেদের মাঝে কোন্দল ভুলে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেক তালিবুল ইলমের একজন তালিমী মুরব্বি থাকা জরুরি। মাওলানা নোমান সিরাজি বলেন, বিগত দিনের তুলনায় লক্ষ্মীপুরে বেফাক কৃতি শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। আগামীতে তা আরো বৃদ্ধি করতে হবে। বেফাক কৃতি শিক্ষার্থীদেরকে বহুদূর এগিয়ে যেতে হবে। দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য ব্যাপক পড়াশোনা করতে হবে। শুধু ধর্মের জ্ঞানে সীমাদ্ধ না থেকে অন্যান্য জ্ঞানও আমাদেরকে অর্জন করতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে বলেন, জীবনে বড় হতে হলে বড় আলেমদেরকে আইডল মানতে হবে। পরিচালক মুফতি মুহাম্মদ আরাফাত সংগঠনের সার্বিক কার্যক্রম ও আগামির পরিকল্পনা তুলে ধরে বলেন, পুরস্কার প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরাই ভালভাবে পড়া-লেখার মাধ্যমে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে এবং একটি সুন্দর লক্ষ্মীপুর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। আরও উপস্থিত ছিলেন, রায়পুর ইশাআতুল উলূম লুধুয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ, বটতলী মাদরাসার মুহাদ্দিস মাওলানা সোলাইমান, মানারুল উলূম চেয়ারম্যান মাওলানা আব্দুল মতিন, রায়পুর লুধুয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইসমাঈল মাহমুদ, রায়পুর মোল্লার হাট হাইস্কুলের শিক্ষক জনাব আব্দুল করিম, মাদরাসাতুদ দাওয়াহ রাখালিয়ার মুহতামিম মুফতি নুরুদ্দীন, হেফাজতে ইসলাম বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার প্রচার সম্পাদক মাওলানা মনঞ্জুরুল হাসান নাদিম প্রমুখ। আরএইচ/ |