দ্বীন শেখেন নাকি ‘শাইখদের’ ফ্রডগিরির সার্টিফাই করেন?
প্রকাশ: ০৪ অক্টোবর, ২০২৫, ০৬:৩৯ বিকাল
নিউজ ডেস্ক

সালাহউদ্দীন জাহাঙ্গীর

খাবার-দাবার যখন খান তখন ন্যাচারাল খোঁজেন, অর্গানিক খোঁজেন। আর যখন দ্বীন শিখতে যান তখন খোঁজেন হাইব্রিড, অনলাইন সর্বস্ব, সকাল-বিকাল মতিভ্রম ঘটা শাইখদের। এভাবে দ্বীন শেখেন নাকি ‘শাইখদের’ ফ্রডগিরির সার্টিফাই করেন আপনারা?

মাথার মধ্যে একটা জিনিস গেঁথে নেন, ‘দ্বীন’ জিনিসটা এত সস্তা মনে করবেন না। এক লোক ফুড়ুৎ করে ওয়াজে মুখভরা বুলি দিয়ে আপনাকে মোহাবিষ্ট করে ফেলল আর আপনিও তাকে ইসলামের ঠিকাদার বানিয়ে দিলেন—ইসলাম এইভাবে সাসটেইন করে না। ইসলাম একটা ক্লাসিক্যাল জিনিস, আপনাকে ক্লাসিক্যাল ওয়েতে দ্বীনের বুঝ ও সমঝ গ্রহণ করতে হবে।

মাদরাসাগুলো নিয়ে আপনাদের অনেক নাক সিঁটকানো থাকতে পারে, কিন্তু মনে রাখবেন, ক্লাসিক্যাল ইসলাম আপনি মাদরাসা ছাড়া আর কোথাও পাবেন না। কারণ, মাদরাসার এই ক্লাসিক্যাল ট্রাডিশন বহুকাল ধরে পৃথিবীতে প্রতিষ্ঠিত সত্য।

‘দ্বীনে ফেরা’ কতিপয় ব্যক্তি ইসলামকে অনলাইনসর্বস্ব করে যেভাবে ‘প্রিমিয়াম ইসলাম’ সাপ্লাই করছেন, এটা ক্লাসিক্যাল ইসলামের সঙ্গে কোনোভাবেই যায় না। সুতরাং এই হাইব্রিড ইসলাম থেকে যথাসম্ভব দূরে থাকবেন। দূরে থাকার ফলে হাইব্রিড শাইখদের চুতিয়াপনা থেকে বেঁচে থাকতে পারবেন।

লেখক: কলামিস্ট ও চিন্তক

আরএইচ/