বাণিজ্য সম্পর্ক জোরদারে আফগানিস্তান ও ইরানের প্রচেষ্টা
প্রকাশ: ০৪ অক্টোবর, ২০২৫, ১০:৩৫ দুপুর
নিউজ ডেস্ক

আফগানিস্তান ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ আরও তীব্র হচ্ছে। কাবুলে নিযুক্ত ইরানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আলিরেজা বিকদেলি টোলোনিউজকে জানান, উভয় দেশ বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে পণ্য পরিবহন দ্রুত করার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করছে।

তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্র ইরান আফগানিস্তানকে কেবল বাজার হিসেবে নয়, বরং ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী হিসেবে দেখে। আমাদের অর্থনৈতিক সম্পর্ক আফগানিস্তানের প্রবৃদ্ধি ও জনগণের জীবিকা উন্নয়নে অবদান রাখুক, আমরা সে ব্যাপারে আগ্রহী।”

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও চাবাহার বন্দর ও মিলাক সীমান্ত ক্রসিং সক্রিয় রয়েছে জানিয়ে বিকদেলি বলেন, এসব রুটের উন্নয়ন অব্যাহত আছে। তিনি আরও জানান, শিগগিরই পরিসংখ্যান প্রকাশ করা হবে যা প্রমাণ করবে—নিষেধাজ্ঞা এ খাতে কোনো প্রভাব ফেলতে পারেনি, বরং এ রুটগুলোর ব্যবহার আরও সম্প্রসারিত হয়েছে।

এদিকে, আফগানিস্তানের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে উচ্চমাত্রার আমদানি বিবেচনায় আফগান পণ্যের রপ্তানি বৃদ্ধি এখন সময়ের দাবি। মন্ত্রণালয়ের উপমন্ত্রী সদর আজম উসমানি বলেন, বর্তমানে ইরানে মাংস রপ্তানি শুরু হয়েছে এবং লক্ষ্য হলো ইরান ও উজবেকিস্তানে রপ্তানি আরও বৃদ্ধি করা।

প্রসঙ্গত, বর্তমানে আফগানিস্তান-ইরান বাণিজ্যের পরিমাণ ৩.৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। তবে এর মধ্যে ইরানে আফগান রপ্তানির অংশ এখনও ন্যূনতম পর্যায়ে রয়েছে।

এনএইচ/