জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে চলমান আন্তর্জাতিক ইসলামি বইমেলা গতকাল শুক্রবার (৩ অক্টোবর) আরও মুখর হয়ে উঠেছিল। এদিন লেখক-পাঠকদের মিলনমেলায় যোগ দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় তিনি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
তথ্য উপদেষ্টা প্রকাশক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে মেলার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত পাঠকদের সঙ্গেও মতবিনিময় করেন। পাঠকদের আগ্রহ, বইয়ের বিষয়বস্তু ও প্রকাশনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি বেশ কয়েকটি প্রকাশনার বই সংগ্রহ করেন।
এদিন বইমেলায় আসেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ বিশিষ্টজনেরা।
মাসব্যাপী এ বইমেলায় ১৯৯টি স্টল আছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান, নেতৃস্থানীয় ইসলামি পুস্তক ব্যবসায়ী ছাড়াও মিসর, লেবানন ও পাকিস্তানের প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এ মেলায় লেখক কর্নার, ফুড কর্নার, আলোচনা সভা ও কবিতা পাঠের ব্যবস্থা রাখা হয়েছে। মেলাটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।
মেলা উপলক্ষে মাসজুড়ে ইসলামিক ফাউন্ডেশনের স্টল, জেলা ও বিভাগীয় কার্যালয়ে ইফা প্রকাশিত বই সর্বনিম্ন ৪০ শতাংশ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
এনএইচ/