ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূলের সীরাতের বিকল্প নেই
প্রকাশ: ০৩ অক্টোবর, ২০২৫, ০৮:০১ রাত
নিউজ ডেস্ক

সুনামগঞ্জে লিখনী সাহিত্য সংসদ (লিসাস)-এর উদ্যোগে আয়োজিত সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সীরাত সেমিনারে বক্তারা বলেছেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সমাজের প্রতিটি স্তরে রাসূলুল্লাহ ﷺ এর সীরাত বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

লিসাস সভাপতি মাহবুব সালমানের সভাপতিত্বে এবং নীতিনির্ধারণী ফোরামের সদস্য আবদুল্লাহ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়খ আবদুল বছীর। বিশেষ অতিথি ছিলেন দারুল হিকমাহ আল-ইসলামিয়া সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী, লিসাসের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা দরগাহপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইমদাদুল হক হাসারচরী, আর রহীম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রুকন উদ্দিনসহ অনেকে।

বিষয়ভিত্তিক আলোচনা করেন সিয়ানাহ ট্রাস্টের সদস্য মাওলানা রুহুল আমিন শাহার ও লিসাসের নীতিনির্ধারণী ফোরামের সদস্য মাওলানা আবদুল ওয়াদুদ নোমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিসাস সাহিত্য সম্পাদক মুফতি মানসূর আহমাদ। স্বাগত বক্তব্য রাখেন লিসাস সাধারণ সম্পাদক মাওলানা রব্বানী রউফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৌড়িয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি মিসবাহুর রুমান শামীম, আলহেরা মাদরাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রমজান হোসাইন, লিসাস সাংগঠনিক সম্পাদক মুফতি তাফাজ্জুল হক, অর্থ সম্পাদক শামিম আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ, সদস্য মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা জাকারিয়া আদনান, হাফিজ আবু সাঈদ, গাজী আবুল কালাম, মাওলানা ইমদাদুল্লাহ গাজীনগরী, মাওলানা নাসরুজ্জামান, হাফিজ মাঈনুল হাসান প্রমুখ।

বক্তারা আরো বলেন, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য নবীজির সীরাত চর্চা এবং বাস্তবায়ন সর্বাধিক জরুরি।

আরএইচ/