খেলাফত যুব মজলিস বরিশাল জেলা শাখা পুনর্গঠন
প্রকাশ: ০৩ অক্টোবর, ২০২৫, ১২:৩৬ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত যুব মজলিস বরিশাল জেলা শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) জেলার অধীনস্থ ছয়টি উপজেলার দায়িত্বশীলদের মূল্যায়নের ভিত্তিতে নতুন নেতৃত্ব ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ। এ সময় হেদায়াতী আলোচনা পেশ করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ।

আলোচনায় নেতৃবৃন্দ বলেন— বরিশাল জেলা দ্বীন বিজয়ের জন্য এক ঊর্বর ভূমি। এখানকার যুবকরা অতীতেও দ্বীনি আন্দোলনে অগ্রভাগে ছিলেন, ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় দ্বীনের খেদমতে কাজ চালিয়ে যেতে হবে।

তারা বলেন, প্রতিটি উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে। কেউ কাজ না করলেও একাই দ্বীনের কাজ চালিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। দায়িত্বশীলদের মাঝে ত্যাগ, কুরবানী, ধৈর্য ও নিষ্ঠা থাকা অপরিহার্য। দ্বীনের বিজয় ও খেলাফতের সংগ্রাম কেবল ব্যক্তিগত প্রচেষ্টায় নয়, বরং দলগত ঐক্য, নিয়মিত দাওয়াত, সুসংগঠিত কাঠামো এবং সর্বোপরি আল্লাহর ওপর ভরসার মাধ্যমেই সম্ভব।

নবগঠিত কমিটির দায়িত্বশীলদের উদ্দেশে নেতারা বলেন, আপনারা বরিশাল জেলার প্রতিটি ঘরে-ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দিন। ইসলামি আন্দোলনের অগ্রযাত্রায় এই পুনর্গঠন নতুন উদ্যম ও নবপ্রেরণার সূচনা করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রকিবুল ইসলাম, সহ-সভাপতি: হাফেজ আবদুল্লাহ আল মামুন, সংগঠন বিভাগের সম্পাদক: মাওলানা হাসান মাহমুদ, সংগঠন বিভাগের সহ সম্পাদক: মাওলানা ফরিদ উদ্দিন, বাইতুল মাল বিভাগের সম্পাদক: মাওলানা ফিরদাউস, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক: মাওলানা শাহ জালাল, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক: মাওলানা সালমান গালিব, অফিস বিভাগের সম্পাদক: জনাব মোঃ আল আমিন, প্রকাশনা বিভাগের সম্পাদক: হাফেজ তাহমিদ হুসাইন, প্রচার বিভাগের সম্পাদক: মাওলানা মিরাজুল ইসলাম, মজলিসে আমেলা সদস্য: মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা সুলাইমান, জনাব মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

এছাড়াও বরিশাল জেলার বিভিন্ন উপশাখার সভাপতি, সহ-সভাপতি ও দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএইচ/