নতুন জুতা পরে পায়ে ফোসকা? এড়ানোর ঘরোয়া উপায়
প্রকাশ:
০৩ অক্টোবর, ২০২৫, ১২:২১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নতুন জুতা পরলে প্রায়ই পায়ে ফোসকা পড়ে বা আঙুলে ব্যথা হয়। বিশেষজ্ঞরা বলছেন, কিছু ঘরোয়া উপায়ে এই সমস্যা অনেকটা কমানো সম্ভব। পেট্রোলিয়াম জেলি বা নারিকেল তেল: নতুন জুতা পরার আগের রাতে জুতার ভেতরের শক্ত অংশে পেট্রোলিয়াম জেলি বা নারিকেল তেল ঘষে রাখুন। সকালে কাপড় দিয়ে মুছে জুতা পরলে জুতা নরম থাকে এবং ফোসকা পড়ার সম্ভাবনা কমে। ফোসকা পড়লে তার ওপর নারিকেল তেল বা মধু লাগালে দ্রুত আরাম মিলবে। অ্যান্টিসেপ্টিক ক্রিম: ফোসকার জায়গায় অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ডেজ ব্যবহার করুন। সুযোগ পেলেই জুতা খুলে পায়ে বাতাস লাগানোও উপকারী। অ্যালোভেরা জেল: ফোসকার ফোলাভাব ও জ্বালা কমাতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। দিনে তিনবার লাগানো যেতে পারে। গ্রিন টি ব্যাগ: গরম পানিতে অল্প বেকিং সোডা মিশিয়ে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে ঠান্ডা করে ফোসকার জায়গায় ২–৩ মিনিট রাখুন। এতে ক্ষত দ্রুত আরাম পাবে। বরফের সেঁক: কাপড়ে বরফ বেঁধে ফোসকার উপর ১০–১৫ মিনিট আলতো করে চাপ দিন। ব্যথা ও জ্বালা কমতে সাহায্য করবে। এভাবে কিছু সাধারণ ঘরোয়া পদ্ধতি মেনে চললে নতুন জুতা পরার পর ফোসকা ও পায়ের ব্যথা অনেকটা কমানো সম্ভব। এনএইচ/ |