
|
শহীদ আবরারের দেখানো পথেই জুলাই বিপ্লব হয়েছে: ভিপি সাদিক কায়েম
প্রকাশ:
০৩ অক্টোবর, ২০২৫, ১০:১৬ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বৃহস্পতিবার রাতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতকালে কান্নায় ভেঙে পড়েন। কুষ্টিয়ার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে তিনি আবরারের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। রাত ১১টার দিকে শিবিরের নেতাকর্মীদের সঙ্গে কবরস্থানে পৌঁছান সাদিক কায়েম। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ, স্থানীয় জনগণ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আবরারের বাবার সঙ্গে মতবিনিময় করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিপি সাদিক বলেন, তিনি আরও বলেন, মোনাজাত ও মতবিনিময় শেষে রাত সাড়ে ১১টার দিকে ভিপি সাদিক কায়েম নেতাকর্মীদের সঙ্গে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন। এনএইচ/ |