ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার জবাব শিগগিরই দেওয়া হবে: হামাস
প্রকাশ: ০৩ অক্টোবর, ২০২৫, ০৯:২৪ সকাল
নিউজ ডেস্ক

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা সম্পর্কে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার বিষয়ে তাদের জবাব শিগ্রই ঘোষণা করা হবে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল আল–জাজিরা আরবিকে বলেছেন যে সংগঠনটি যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ‘ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা’ করবে—এমন ভঙ্গিতে মূল্যায়ন ও প্রতিক্রিয়া প্রকাশ করবে। 

নাজ্জাল আরও বলেন, তারা পরিকল্পনাটি ইসরায়েলে যুদ্ধ বন্ধের লক্ষ্য থেকে বিচার করছে এবং “এটি নিয়ে আমরা দ্রুত সিদ্ধান্ত নেবো”—কারণ সময় তাদের ওপর চাপ সৃষ্টি করছে। 

এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প একটি ২০ দফার প্রস্তাবনা ঘোষণা করেন, যা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিসহ বন্দিদের মুক্তি, হামাসের অস্ত্রশস্ত্র নিরস্ত্রীকরণ ও অস্থায়ী অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ পরিবর্তনসহ নানা শর্ত জড়িত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই প্রস্তাবে সমর্থন জানিয়ে বলেছেন, এটি ইসরায়েলের যুদ্ধযোগ্য লক্ষ্য পূরণ করবে এবং বন্দিদের দেশে ফিরিয়ে আনবে। 

প্রস্তাব অনুযায়ী, যদি হামাস সম্মতি প্রদান করে, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি পাবে—এবং গাজা স্থায়ীভাবে নির্বীজকরণ ও হামাসের সামরিক ও রাজনৈতিক ক্ষমতা অচল করার লক্ষ্য এতে উল্লেখ করা আছে। 

ট্রাম্প গত মঙ্গলবার বলেন যে হামাসকে তার প্রস্তাব মেনে নেবার জন্য “তিন বা চার দিন” সময় দেয়া হবে, এবং প্রত্যাখ্যান করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও প্রদান করেন। এ ঘোষণার পর উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে—মিশর, কাতার ও তুরস্ক সহ একাধিক দেশের কূটনৈতিক উদ্যোগ চলছে যাতে হামাসকে সম্মতির জন্য রাজি করানো যায়। 

বিশ্লেষকরা বলছেন, হামাসের নেতৃত্ব অভ্যন্তরীণভাবে বিভক্ত এবং গাজার নেতৃত্ব, ইতেলিবান ও দোহায় নয়—বিভিন্ন কেন্দ্রে থাকা নেতৃত্বের বৈচিত্র্য কোনো একক সিদ্ধান্তে পৌঁছতে বাধা হয়ে দাঁড়াতে পারে; বিশেষত অস্ত্রত্যাগ ও রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের অনুরূপ শর্তগুলো হামাসের জন্য নীতি-গত স্তরে সমস্যাজনক। 

অবস্থা বর্তমানে আপেক্ষিক ও সংবেদনশীল—হামাসের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যে কোনো মুহূর্তেই আসতে পারে এবং তা ভবিষ্যৎ আলোচনা ও মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় প্রভাব ফেলবে। 

এনএইচ/