রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২২ দুপুর
নিউজ ডেস্ক

জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে আজ অনুষ্ঠিত হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে সম্মেলনটি শুরু হবে। উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানসহ অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে।

জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনের প্রধান লক্ষ্য হলো—রোহিঙ্গা সংকট নিয়ে বৈশ্বিক রাজনৈতিক সমর্থন জোগাড় করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা এবং মানবাধিকারসহ সংকটের মূল কারণগুলো নিয়ে আলোচনা করা।

বিশেষ গুরুত্ব দেওয়া হবে মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়ে। পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরা হবে এবং একটি পূর্ণাঙ্গ, উদ্ভাবনী, বাস্তবমুখী ও সময়সীমা নির্ধারিত পরিকল্পনা প্রণয়নের প্রস্তাব আসবে।

এনএইচ/