১২ হাজার টাকার মধ্যে বাংলাদেশের সেরা মোবাইল ফোন
প্রকাশ:
৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশের বাজেট স্মার্টফোন বাজারে ১২ হাজার টাকার মধ্যে বেশ কিছু ভালো মানের মোবাইল পাওয়া যাচ্ছে। শিক্ষার্থী, নতুন ব্যবহারকারী কিংবা দৈনন্দিন সাধারণ কাজে নির্ভরযোগ্য ফোন খুঁজছেন—তাদের জন্য এগুলো হতে পারে সেরা বিকল্প। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজনেক্সটের তথ্যমতে, বর্তমানে দেশের বাজারে জনপ্রিয় কয়েকটি বাজেট স্মার্টফোন হলো— রিয়েলমি C63 : প্রায় ১১,২০০ টাকায় পাওয়া যাচ্ছে। এতে রয়েছে ৪ GB RAM ও ১২৮ GB স্টোরেজ। বাজেট ব্যবহারকারীদের জন্য একটি ভারসাম্যপূর্ণ অপশন। স্যামসাং গ্যালাক্সি M05 : প্রায় ৮,৫০০ টাকায় মিলছে। স্যামসাংয়ের নির্ভরযোগ্য ব্র্যান্ড সাপোর্টের কারণে গ্রাহকদের কাছে জনপ্রিয়। রিয়েলমি নারজো N61 : দাম প্রায় ৯,২০০ টাকা। ভালো পারফরম্যান্স ও স্টোরেজের কারণে এটি বাজারে আলোচিত। রিয়েলমি C61 : প্রায় ১০,৫০০ টাকায় মিলছে। উন্নত ক্যামেরা সুবিধা রয়েছে। ভিভো Y18 : দাম প্রায় ১১,৮০০ টাকা। স্টাইলিশ ডিজাইন ও দৈনন্দিন ব্যবহারে উপযোগী। শাওমি রেডমি 12C : প্রায় ১০,৫০০ টাকায় পাওয়া যায়। এতে ব্যবহৃত হয়েছে Helio G85 প্রসেসর, সাথে ৪ GB RAM ও ৬৪ GB স্টোরেজ।
বিশেষজ্ঞদের পরামর্শ বাজেট ফোন বাছাইয়ের সময় প্রসেসর, ব্যাটারি, RAM-স্টোরেজ, সফটওয়্যার আপডেট এবং ব্র্যান্ড সাপোর্টের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই দামের মধ্যে রিয়েলমি C63 পারফরম্যান্স ও স্টোরেজে এগিয়ে। অন্যদিকে ব্র্যান্ড নির্ভরযোগ্যতায় স্যামসাং গ্যালাক্সি M05 নিরাপদ পছন্দ হতে পারে। আর গেমিং ও পারফরম্যান্স বিবেচনায় শাওমি রেডমি 12C-কেও সেরা বিকল্প ধরা হচ্ছে। এনএইচ/ |