মাওলানা জুনায়েদ আল-হাবীবকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতারা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫ দুপুর
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব অসুস্থ হয়ে গত দুই দিন ধরে মিরপুর সাড়ে ১১-তে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি আছেন।

তাঁর অসুস্থতার খোঁজখবর নিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) হাসপাতালে যান দলের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী এবং দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী মুহিউদ্দিন মাসুম।

রাতে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এছাড়া তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন—কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতী মনির হোসাইন কাসেমী, যুগ্ম-মহাসচিব মুফতী কেফায়েতুল্লাহ আজহারী, সহকারী মহাসচিব মাওলানা বশীর আহমদ এবং শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী।

জানা গেছে, মাওলানা জুনায়েদ আল-হাবীব এখন অনেকটাই সুস্থ আছেন। মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

মাওলানা জুনায়েদ আল হাবীবের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করেছেন দলের মহাসচিব।

এনএইচ/