খাগড়াছড়িতে সেনা সদস্যদের ওপর সন্ত্রাসী হামলা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ- বাংলাদেশ খেলাফত যুব মজলিস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ দুপুর
নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২৫' রবিবার খাগড়াছড়িতে সেনা সদস্যদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও পাহাড়ের স্থিতিশীলতা রক্ষায় সেনা সদস্যদের জীবনবাজি রাখা দায়িত্ব আজ সুপরিচিত। সেই সেনা সদস্যদের ওপর এ ধরনের হামলা আসলে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার পর থেকে পার্বত্য চট্টগ্রামে দেশবিরোধী চক্র একের পর এক ষড়যন্ত্র চালিয়ে আসছে। পাহাড়ি এলাকায় নাশকতা, চাঁদাবাজি, সশস্ত্র হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে তারা দেশের শান্তি ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। সাম্প্রতিক এই হামলা তারই জঘন্য বহিঃপ্রকাশ। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি—অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করতে হবে, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে পাহাড়ের সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে, যাতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করছে। পাহাড়ি অঞ্চলে তাদের উপস্থিতি না থাকলে দেশবিরোধী সন্ত্রাসীরা দাপটের সাথে সাধারণ মানুষকে জিম্মি করে রাখত। তাই এ হামলা কেবল সেনাবাহিনীর ওপর নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা, উন্নয়ন ও জীবনযাত্রার ওপরও আঘাত।

নেতৃবৃন্দ আরও বলেন, খেলাফত যুব মজলিস দৃঢ়ভাবে বিশ্বাস করে—দেশের স্থায়ী শান্তি ও উন্নয়নের জন্য পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের সংস্কৃতি চিরতরে নির্মূল করতে হবে। এজন্য প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং সুশাসনের আওতায় আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা।

তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব জাতীয় ঐক্য ও সংহতি রক্ষা করা। যারা বিদেশি প্রভুদের ইশারায় বা ব্যক্তিগত স্বার্থে দেশের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলতে চায়—তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। খেলাফত যুব মজলিস দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ।

আরএইচ/