ইসলামি দলগুলো আন্দোলন হঠকারিতা ও অশুভ: প্রিন্স
প্রকাশ:
২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৮ সকাল
নিউজ ডেস্ক |
![]()
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামি দলগুলোর আন্দোলনকে হঠকারিতা ও অশুভ উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘আন্দোলনের নামে তারা দেশকে অস্থিতিশীল ও সংঘাতের দিকে ধাবিত করে আসন্ন নির্বাচনকে অনিশ্চিত করতে চায়। বিএনপির অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতেই নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়ার দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা মৎস্যজীবী দলের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, ‘হাত পাখা দিয়ে বিগত ২৯ বছর আওয়ামী লীগকে বাতাস করা পীর সাহেব এখন জামায়াতকে বাতাস করছেন। তিনি বলেছিলেন, জামায়তের বিষ যেখানেই লাগবে তা ধ্বংস হয়ে যাবে। সেই পীর সাহেব এখন জামায়াতের সঙ্গে ঐক্য করে নিজের শরীরে জামায়াতের বিষ লাগিয়েছেন। নিজের কথা অনুযায়ী নিজেই নিজের ধ্বংস ডেকে আনছেন।’ বিএনপি নেতা বলেন, ‘ক্ষমতার লোভে জামায়াতের বিষ এখন তার (পীর সাহেব) কাছে অমৃত সুধায় পরিণত হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে আর কোনোদিন ইসলাম কায়েমের সুযোগ থাকবে না বলেও এই পীর সাহেব নসিহত করেছিলেন। তার কাছে জানতে ইচ্ছে করে, তিনি কি জেনেশুনেই বিষপান করছেন?’ প্রিন্স বলেন, ‘পরস্পরবিরোধী এই দুটি দলের নেতারা আগে একে অপরের বিরুদ্ধে বিদেশি দালালির অভিযোগ করতেন। হঠাৎ তাদের এই ঐক্য কোন দেশের প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছে, জনগণ তা জানতে আগ্রহী।’ মৎস্যজীবী দলের সম্মেলন ছাড়াও এদিন বিকেলে ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনেও প্রধান অতিথির বক্তব্য দেন এমরান সালেহ প্রিন্স। ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনও করেন। এর আগে সকালে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন- বাগাছাসের নেতৃবৃন্দ প্রিন্সের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়ে তাদের সমস্যা বিষয়ে অবহিত করেন। এরপর তিনি গোয়াতলা বাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দোকান, বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের স্বান্তনা ও সহযোগিতা দেন। দুপুরে পুরকান্দুলিয়া ইউনিয়নের কাশিনাথপুর, বিকেলে দুধনই ও সন্ধ্যায় বতিহালা বাজারে অনুষ্ঠিত ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির পৃথক পৃথক সম্মেলনে যোগ দেন। এনএইচ/ |