পিআর পদ্ধতির দাবিতে চান্দিনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
প্রকাশ:
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
তানযিল হাসান (কুমিল্লা প্রতিনিধি) জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করণ, ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার মোকামবাড়ী শাহী ঈদগাহ থেকে শুরু হয়ে চান্দিনার উপজেলা সড়ক প্রদক্ষিণ করে চান্দিনা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয় । এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কুমিল্লা-৭ চান্দিনা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী। ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ফরাজী’র নেতৃত্বে বিক্ষোভে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী । এসময় আরো বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলার সিনিয়র সহ-সভাপতি মুফতী ইসমাইল হোসাইন, সহ-সভাপতি মাওলানা মারুফ হোসাইন, সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন ভুঁইয়া, জয়েন্ট সেক্রেটারি মুফতী সাইফুল ইসলাম সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন ফরাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি আ.ম.ম উবাইদুল হক, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মাহদী হাসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী প্রমুখ। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার আওতাধীন সকল ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমএইচ/ |