৫ দাবিতে ভাঙ্গায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৫ দুপুর
নিউজ ডেস্ক

ফরিদপুর জেলা প্রতিনিধি:

জুলাইকে আইনিভিত্তি ও পিআর (প্রপেশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি ছাড়া বাংলাদেশ কোন নির্বাচন হতে দেওয়া হবে না, এমন মন্তব্য করেছেন ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও জামাতে ইসলামীর ফরিদপুর- ৪ আসনের সংসদ পদপ্রার্থী মাও. মো. সারোয়ার হুসাইন।

তিনি বলেন, "জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ সুস্থ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেরিং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারীর দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।"

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় ভাঙ্গা উপজেলার ঈদগা মসজিদ চত্বর থেকে জামায়াতের কেন্দ্রীয়  কর্মসূচির ঘোষণা অনুযায়ী ভাঙ্গা উপজেলা জামাতের আমির মাওলানা মো. সরোয়ার হুসাইনের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভাঙ্গা ঈদগাহ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে তা ভাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভাঙ্গা ঈদগা মোড় চত্বরে এসে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

মাওলানা সারোয়ার হুসাইনের সভাপতিত্বে এবং জামাত নেতা লিটু খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জামাত নেতা ডাক্তার এনায়েত হোসেন, ভাঙ্গা উপজেলার সাবেক আমির রোকনউদ্দিন খান, জামায়াতে ইসলামীর ভাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, জামায়াত নেতা ফিরোজ কবির প্রমুখ।

বক্তারা বলেন, যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে বাংলাদেশে আরেকটি অধ্যায় রচিত হবে, যার নেতৃত্বে থাকবে জামাত।

ভাঙ্গায় আসন বিন্যাস নিয়ে ভাঙ্গায় বর্তমানে চলমান আন্দোলন সম্পর্কে বলেন, "অনতিবিলম্বে ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুইটি প্রপার ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর-২ নগরকান্দা ও সালথার সাথে অন্তর্ভুক্ত করা হয়। যা আমরা ভাঙ্গাবাসী কখনোই মেনে নেইনি এবং কখনোও মেনে নেব না।" অনতিবিলম্বে এই দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ এর সাথে যুক্ত করার আহ্বান জানান বক্তাগণ।