ধলেশ্বরীতে গোসলে নেমে মাদরাসা ছাত্র নিখোঁজ
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৭ সকাল
নিউজ ডেস্ক

সাভারে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সাইফুল ইসলাম নামে এক মাদরা সাছাত্র নিখোঁজ হয়েছে। কয়েক ঘণ্টার চেষ্টায়ও তাকে উদ্ধার করতে পারেননি ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সাভার ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মো. মনির হোসেন আজকের মতো উদ্ধার সমাপ্ত করে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, সকালে সাভার পৌর এলাকার উলাইলে কর্ণপাড়া ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় ওই ছাত্র।

নিখোঁজ সাইফুল ইসলাম সাভার কর্ণপাড়া মহল্লার ইসলামিয়া জামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

স্বজনরা জানান, শুক্রবার বন্ধের দিন হওয়ায় সকালে তিন বন্ধু ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় সাইফুল সাঁতরে নদীর মধ্যে চলে গেলে পানিতে তলিয়ে যায়। পরে সাইফুলের বন্ধুরা ডুবে যাওয়ার খবরটি মাদ্রাসার লোকজনকে জানায়।

এ ঘটনায় সাভার ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মো. মনির হোসেন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি টিম সকালে উদ্ধার অভিযানে কাজ শুরু করে। পরে ঢাকা থেকে ডুবুরি দলের সদস্যরাও উদ্ধার অভিযানে নামে। কিন্তু নদীতে অতিরিক্ত স্রোত থাকায় বিকেল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তাই উদ্ধারকাজ সমাপ্ত করা হয়েছে এবং  শনিবার উদ্ধারকাজ আবার শুরু করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা ।

এনএইচ/