খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৩ রাত
নিউজ ডেস্ক

কুমিল্লা প্রতিনিধি - তানযিল হাসান

কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বাদ জুমা চান্দিনা হাইওয়ে রোডে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান এবং পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান। এতে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা সৈয়দ আব্দুল কাদের জামাল, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজিবুর রহমান ফরাজী (পীর সাহেব সূর্যপুর)।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহ্হাব শিবলী, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান কাফী, জেলা নির্বাহী সদস্য মাওলানা আবু ইউসুফ ও মাওলানা শামিম আল হাসান, জেলা যুব মজলিস সভাপতি মোঃ ওবায়দুল্লাহ খানসহ জেলার বিভিন্ন উপজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, খেলাফত মজলিসের ঘোষিত ছয় দফা কেবল একটি দলের দাবি নয় বরং দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চিত অধিকার ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার প্রতিফলন। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা, সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই ছয় দফা অপরিহার্য ও অবশ্যম্ভাবী।

বক্তারা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন দেশকে ফ্যাসিবাদী শাসনের দাসত্ব থেকে মুক্ত করাই ঈমানী দায়িত্ব। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই আজ সময়ের দাবি। ছয় দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না, আন্দোলন থেকে এক ইঞ্চিও পিছপা হওয়া হবে না।

আরএইচ/