৬ দফা দাবিতে মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
নিউজ ডেস্ক

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৬ দফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর শ্রীমঙ্গল উপজেলা শাখা এবং আসরের পর মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে পৃথক মিছিল বের করা হয়। শ্রীমঙ্গলে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী পয়েন্টে গিয়ে শেষ হয়। অপরদিকে মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত মিছিল কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে রূপ নেয়।

শহর সভাপতি কাজী মাওলানা হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন জেলা সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমান ও সদর দক্ষিণ সভাপতি ইমাদ উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমানী।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস জেলা সভাপতি এহসান বিন মুজাহির, সদর দক্ষিণ সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, শহর সাংগঠনিক সম্পাদক শাহ হেলাল, ইসলামী ছাত্র মজলিস শহর সভাপতি ফখরুল ইসলাম ফয়ছল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ধর্মহীন করার ষড়যন্ত্র করছে। তারা অবিলম্বে এ প্রক্রিয়া বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের জোর দাবি জানান।

খেলাফত মজলিসের ৬ দফা দাবি:

১. জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান

২. প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ

৩. পিআর পদ্ধতিতে নির্বাচন

৪. আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা

৫. আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা

৬. নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা

আরএইচ/