সিলেট সদর উপজেলা ছাত্র জমিয়তের সংবর্ধনা অনুষ্ঠান
প্রকাশ:
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট সদর উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও নবীণ আলেম সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ তারিখ) নগরীর হোটেল আপন প্যালেস কনভেনশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাও. ইবাদুর রাহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট সদর উপজেলার সভাপতি মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, সাধারণ সম্পাদক মাওলানা আশরাফ আহমদ মাওলানা নাইম আহমদ। বিশেষ বক্তার বক্তব্য দেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ফাহিম আহমদ, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফিজ আব্দুল্লাহ মাহফুজ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সভাপতি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আবু তালহা তোফায়েলসহ দায়িত্বশীলরা। এমএম/ |