ফরিদপুরে জমিয়তের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা
প্রকাশ:
২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৯ সকাল
নিউজ ডেস্ক |
![]()
আগামী ৪ অক্টোবর ফরিদপুর জেলা জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সফল ও সুশৃঙ্খলভাবে কর্মী সম্মেলন আয়োজনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হুসাইন কাসেমী। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জমিয়তের সভাপতি মুফতি কামরুজ্জামান কাসেমী, স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ। সভায় আসন্ন কর্মী সম্মেলনের বিভিন্ন প্রস্তুতিমূলক দিক, সাংগঠনিক কার্যক্রম এবং কর্মীদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়। নেতৃবৃন্দ সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এমএম/ |