‘অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে’
প্রকাশ:
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ রাত
নিউজ ডেস্ক |
![]()
জুলাই সনদের আইনিভিত্তি প্রদানসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাদ আছর কক্সবাজার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর মাওলানা আ. হ. ম. নুরুল কবির হিলালী। তিনি বলেন, ইসলাম ও উম্মাহর কল্যাণে, দেশ ও জাতির চরম সঙ্কট উত্তরণে ঐতিহ্যবাহী নেজামে ইসলাম পার্টির সংগ্রামী ভূমিকা সবসময় দূরদর্শিতাপূর্ণ ও স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। জুলাই সনদের আইনিভিত্তিসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে ঘোষিত কর্মসূচিও এরই ধারাবাহিকতা। জুলাই বিপ্লবের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলনে এসব দাবি অবিলম্বে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে । বিক্ষোভ সমাবেশে বক্তারা দ্রুত জুলাই সনদের আইনিভিত্তি প্রদান, আওয়ামী দোসর ও আধিপত্যবাদী ভারতীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ, জুলাই ও শাপলাসহ সকল গণহত্যায় দায়ী এবং দুর্নীতিবাজদের বিচার নিশ্চিত করা, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নেয়ার জোর দাবি জানান। জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে মুখ্য আলোচনা করেন, জেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। স্বাগত বক্তব্য রাখেন জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আবরারী, আইনবিষয়ক সম্পাদক এড. তারেক আজিজ, শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা মনজুরে ইলাহী, রামু উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ আবু বকর ছিদ্দিক, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এড. ঈসা মাহমুদ হাসেমী প্রমুখ। এমএম/ |