ইসলামি বইমেলা পরিদর্শনে শাইখ জসীমউদ্দীন রহমানী
প্রকাশ:
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে চলমান ইসলামি বইমেলা আজ পেয়েছে এক বিশেষ মাত্রা। বৃহস্পতিবার জোহরের নামাজের পর পরিদর্শনে আসেন প্রখ্যাত আলেমে দ্বীন শাইখ জসীমউদ্দীন রহমানী। তাঁর আগমন মেলায় উপস্থিত দর্শনার্থীদের মাঝে ছড়িয়ে দেয় এক উচ্ছ্বসিত পরিবেশ। শাইখ রহমানী বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন, পাঠকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিক্রেতাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। তাঁর আন্তরিকতা ও প্রাজ্ঞ পরামর্শ মেলাকে করে তোলে আরও অর্থবহ ও অনুপ্রেরণাদায়ী। আজকের দিনে বইমেলা আরও সমৃদ্ধ হয় বিশিষ্ট লেখক ও গবেষকদের আগমনে। পর্যায়ক্রমে উপস্থিত হন সায়ীদ উসমান, ইব্রাহিম জামিল, মুফতি শরিফুল ইসলাম নাঈম, ফরহাদুল ইসলাম, আমিরুল ইসলাম ফুয়াদ, আবদুল্লাহ আল মারুফ, শরিফুল ইসলাম মাদানী এবং আব্দুর রউফ। তাঁদের উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে এক ভিন্নরকম প্রত্যাশা ও উৎসাহ। দিনের কার্যক্রম এখানেই থেমে নেই। সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে সীরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীরা নবীজির (সা.) জীবনের উপর ভিত্তি করে নিজেদের জ্ঞান প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। আর রাতের আকাশজুড়ে প্রতিধ্বনিত হবে নাশিদের সুর—বহুল প্রতীক্ষিত ‘নাশিদ সন্ধ্যা’তে অংশ নিচ্ছেন দেশ বরেণ্য শিল্পীরা। লেখকদের সান্নিধ্য, আলেমদের আলোচনায় মুগ্ধতা, কুইজ প্রতিযোগিতার শিক্ষামূলক পরিবেশ এবং নাশিদের হৃদয়ছোঁয়া সুর—সব মিলিয়ে আজকের বইমেলা হয়ে উঠেছে এক স্মরণীয় দিন। দর্শনার্থীদের জন্য এটি নিঃসন্দেহে ছিল এক ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা। এমএইচ/ |