সৌদিতে কাল শুরু হচ্ছে কমেডি উৎসব
প্রকাশ:
২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪১ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
সৌদি আরবের রাজধানী রিয়াদে শুরু হচ্ছে কমেডি উৎসব। । এতে বিশ্বের বিভিন্ন দেশের ৫০ জন কমেডিয়ান অংশগ্রহণ করবেন। এই কমেডি শো দেখতে হলে টিকিট কাটতে হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত টানা ১৩দিন চলবে এই উৎসব। তবে সৌদির আয়োজিত এ কমেডি শো নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত মঙ্গলবার সংস্থা এক বিবৃতি বলেছে, সৌদি সরকার তাদের করা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে মানুষের ‘নজর সরাতে’ এমন আয়োজন করছে বলে ধারণা তাদের। কারণ যখন উৎসবটি চলবে তখন সাংবাদিক ও কলামিস্ট জামাল খাশোগির মৃত্যুর সাত বছর পূর্ণ হবে। সাত বছর আগে তুরস্কে জামালকে হত্যা করেছিল সৌদির একটি গুপ্তহত্যাকারী দল। এরপর তার মরদেহ এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচের সৌদি বিষয়ক গবেষক জোয়ে শেয়া বলেছেন, “সৌদির কাছ থেকে যেসব কমেডিয়ান বড় অংকের অর্থ পাচ্ছে তাদের চুপ থাকা উচিত হবে না। তারা সৌদিতে কমেডি শো করার সুযোগে দেশটির বন্দি অধিকারকর্মীদের মুক্তি দাবি করতে পারে। এছাড়া বক্তব্য দেওয়ার কারণে যেসব মানুষকে সৌদি সরকার ফাঁসিতে ঝুলিয়েছে তাদের ব্যাপারে কথা বলতে পারে।” হিউম্যান রাইটস ওয়াচ বলেছে তারা কিছু কমেডিয়ানের ‘প্রতিনিধি ও ব্যবস্থাপকদের’ সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু কারও কাছ থেকে কোনো জবাব পায়নি। এদিকে সৌদিতে এই কমেডি শোতে অংশ নেবেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিভিন্ন কমেডিয়ান। যারমধ্যে আছেন কেভিন হার্ট, ডেভ চ্যাপেল, আজিজ আনসারি, পেটে ডেভিডসন এবং জিমি কার। এটিকে বিশ্বের সবচেয়ে বড় কমেডি শো হিসেবে অভিহিত করা হচ্ছে। যা তাদের ভিশন-২০৩০ সালের অংশ। সৌদি তেলের ওপর থেকে নিজেদের নির্ভরতা কমাতে চায়। এজন্য নিজেদের অর্থনীতিকে বিভিন্ন খাতে প্রসার করছে তারা। সূত্র: জুরিস্ট এমএইচ/ |