৫ দফা দাবিতে কাল সারাদেশে বিক্ষোভ মিছিল সফল করার আহ্বান খেলাফত মহাসচিবের
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০৮ বিকাল
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে আগামীকাল শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, দেশব্যাপী জেলা–উপজেলায় ঘোষিত বিক্ষোভ মিছিল সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, আজকের বাংলাদেশ এক দুঃসহ সংকটকাল অতিক্রম করছে। প্রতিশ্রুত সংস্কারের কোনো কাঙ্ক্ষিত অগ্রগতি নেই, পরাজিত শক্তির বিচারের কোনো দৃশ্যমান পদক্ষেপ হয়নি, বরং জনগণের ভোটাধিকার হরণে নতুন চক্রান্ত চলছে। জুলাই–আগস্ট বিপ্লবের হাজারো ছাত্র–জনতার রক্তস্নাত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তির সংগ্রাম আজ এক ক্রান্তিলগ্নে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে জাতির মুক্তি ও কল্যাণের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের প্রাণের দাবিকে পাঁচ দফায় উপস্থাপন করেছে। এগুলো শুধু রাজনৈতিক দলীয় দাবি নয়; বরং শহীদদের রক্তে লেখা অঙ্গীকার, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের শপথ।

মহাসচিব আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—স্বৈরাচার কখনো জনগণের বিক্ষোভ থামাতে পারেনি। জুলাই–আগস্ট বিপ্লবের যে আকাঙ্ক্ষা মানুষ হৃদয়ে ধারণ করেছে, তা আর দমন করা যাবে না। আগামীকালকের বিক্ষোভ মিছিলকে ঐতিহাসিকভাবে সফল করতে হবে। প্রতিটি জেলা–উপজেলায়, শহর–বন্দর–গ্রামে, হাট–বাজার–রাস্তা–মাঠে জনতার ঢল নামে প্রমাণ করতে হবে যে এই দেশ গণমানুষের, কোনো স্বৈরশাসকের নয়।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিক্ষোভ মিছিলে অংশ নিন। আপনার কণ্ঠ হবে শহীদের রক্তের দাবি, পদধ্বনি হবে মুক্তির অঙ্গীকার। 
আসুন, আমরা সবাই মিলে এমন এক অদম্য গণজাগরণ তৈরি করি, যা পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত থামবে না।

মজলিসের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে : 

১️. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
২️. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি চিরতরে নিষিদ্ধকরণ।
৩️. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল–প্লেইং ফিল্ড নিশ্চিত করা।
৪️. জুলাই গণহত্যার বিচারের সুস্পষ্ট ও দৃশ্যমান প্রক্রিয়া শুরু করা।
৫️. জাতীয় সংসদের উচ্চকক্ষে PR পদ্ধতির বাস্তবায়ন।

এমএইচ/