বিশিষ্ট আলেম লেখক ও গবেষক শায়খ তাজুল ইসলামের ইন্তেকাল
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

বিশিষ্ট আলেম লেখক ও গবেষক, বহু গ্রন্থ প্রণেতা শায়খ তাজুল ইসলাম (আউয়াল মহলী) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় হবিগঞ্জের নবীগঞ্জে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শায়খ তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তাঁর ইন্তেকালে ভক্ত-অনুরাগী অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।

আজ বেলা আড়াইটায় নবীগঞ্জের নোয়াগাঁওয়ে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

শায়খ তাজুল ইসলাম ইসলামি ধারার একজন খ্যাতিমান লেখক ছিলেন। তাঁর লিখিত বেশ কিছু গ্রন্থ রয়েছে। সাহিত্য সংগঠক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

আরএইচ/