সৌদির গ্র্যান্ড মুফতির ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান এর শোক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

সৌদি আরবের সম্মানিত গ্র্যান্ড মুফতির ইন্তেকালের সংবাদে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

(বুধবার) এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম গ্র্যান্ড মুফতি আজীবন আল্লাহর দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি ইসলামী শরীয়তের প্রচার-প্রসার, হালাল-হারামের স্পষ্ট ব্যাখ্যা প্রদান, উম্মাহর ঐক্য ও কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও নেতৃত্ব বিশ্ব মুসলিম উম্মাহর জন্য পথপ্রদর্শক ছিল।

চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান আরও বলেন, গ্র্যান্ড মুফতির ইন্তেকালে বিশ্ব মুসলিম উম্মাহ একজন শ্রেষ্ঠ আলেম ও অভিভাবকসুলভ প্রজ্ঞাবান নেতাকে হারালো, যা এক অপূরণীয় ক্ষতি। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ মুসলিম উম্মাহকে এ শোক সহ্য করার শক্তি দান করেন।

আরএইচ/