ট্রেন-মেট্রোরেলে শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের হাফ ভাড়া চেয়ে হাইকোর্টে রিট
প্রকাশ:
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ট্রেনে দাঁড়ানো যাত্রীদের জন্য শতভাগ স্ট্যান্ডিং টিকিট এবং ট্রেন ও মেট্রোরেলে শিক্ষার্থী ও দাঁড়ানো যাত্রীদের জন্য হাফ ভাড়া নির্ধারণের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ জনস্বার্থে এই রিট দায়ের করেন। রিটের বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রিটে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে। আরিফুর রহমান মুরাদ জানান, মোট ১৩টি বিষয়ে রুল ও নির্দেশনা জারি করার জন্য রিটটি করা হয়েছে। এতে চাওয়া হয়েছে: ১. ট্রেনে দাঁড়ানো যাত্রীদের জন্য ১০০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট পুনরায় চালু করা। এনএইচ/ |