আওয়ামী লীগ এলে গ্রহণযোগ্য হবে নির্বাচন: জি এম কাদের
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী নির্বাচন তখনই গ্রহণযোগ্য হবে যখন আওয়ামী লীগসহ সব দল অংশ নেবে। তিনি বলেন, জামায়াতকে নিষিদ্ধ করে নির্বাচন আয়োজন দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি।

জি এম কাদের বলেন, “আওয়ামী লীগের ভোটাররা আমাদের পার্টিকে ভোট দেবে। আর যদি বিএনপি সুযোগ-সুবিধা দিয়ে ভোটে জিতলে বিরক্ত না করার প্রতিশ্রুতি দেয়, তবে তারা বিএনপিকেও ভোট দিতে পারে। তবে জামায়াতকে ভোট দেবে না।”

তিনি আরও বলেন, নির্বাচন হতে হবে নতুন সরকারের অধীনে, অন্তর্বর্তী সরকারের অধীনে নয়। সম্প্রতি জাতীয় পার্টি আরেক দফা ভাঙনে আরও শক্তিশালী হয়েছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক মাসে জাতীয় রাজনীতিতে উত্তাপ থাকার পর অবশেষে জি এম কাদের মুখ খুলেছেন।

সূত্র: চ্যানেল-24

এনএইচ/