ভদ্রতা হারানো মানে পরাজয় স্বীকার: তাসনিম জারা
প্রকাশ:
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও গালিগালাজ করা হয়। এ প্রসঙ্গে বক্তব্য দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। মঙ্গলবার রাতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, “ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেওয়া।” তাসনিম জারা বলেন, “ওনারা ভেবেছিলেন ডিম ছুড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে আসলে পরাজয় মেনে নেওয়া।” তিনি আরও লিখেন, “ওনারা অপমানের রাজনীতি করুক, আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেওয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা।” এসময় তিনি মর্যাদার রাজনীতির উদাহরণ তুলে ধরে বলেন—
তাসনিম জারা বলেন, “আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো—বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে কিংবা অপমান করে চুপ করানো যাবে না।” https://www.facebook.com/share/p/171F4q9yKW/ এনএইচ/ |