সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র, বিজয়ী হলেন যারা
প্রকাশ:
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৮ সকাল
নিউজ ডেস্ক |
![]()
পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে অনলাইন নিউজ পোর্টাল ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত ‘সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা–২০২৫’-এর লাইভ ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় এই প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠিত হয়। হাজারের বেশি প্রতিযোগী থেকে উপস্থিত অতিথিরা লটারির মাধ্যমে ১০ জনকে পুরস্কারের জন্য বাছাই করেন। প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন বায়তুন নুর সায়েদাবাদ, ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি মনিরুজ্জামান। মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন। আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুবের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা খুরশিদ আলম কাসেমী, শায়খ নেছার আহমদ আন-নাছিরী, মুফতি মুহাম্মদ সালমান ও মুফতি জাকির মাহমুদ। অনুষ্ঠানটি উপস্থাপন করেন মাওলানা কাউসার আইয়ুব। প্রথম স্থান অধিকারীর জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বই, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য ৩০ হাজার টাকা সমমূল্যের বই; তৃতীয় স্থান অধিকারীর জন্য ২০ হাজার টাকা সমমূল্যের বই দেওয়া হয়। এছাড়া সাতজন প্রতিযোগীকে (প্রতিজনকে) ৫ হাজার টাকা সমমূল্যের বই প্রদানসহ মোট লক্ষাধিক টাকার পুরস্কার দেওয়া হয়। আয়োজনের সহযোগিতায় ছিল মাকতাবাতুল আশরাফ, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম। পুরস্কার বিজয়ী ১০ জন ১. মো. আলমাস খাঁন পিতা: মো. ইব্রাহিম খাঁন শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমাদ মাদরাসা, মুগদা, ঢাকা ২. মো. নাকিবুল হাসান রাফি পিতা: মো. ইয়াছিন পাটওয়ারী শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়া বাবুস সালাম, গাজীপুর ৩. মো. বাইজিদ আহমাদ পিতা: মো. নজরুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠান: শেখ জনুরুদ্দীন রহ. দারুল কোরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা ৪. মো. নাইটাল আহমদ পিতা: মো. সুলতান আহমাদ শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়াতুন নূর আল কাসেমিয়া, উত্তরা, ঢাকা ৫. মুহা. হুসাইন আহমাদ পিতা: মুহা. বিল্লাল শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়া কাসেম নানুতবী, রামপুরা, ঢাকা ৬. মো. দেলোয়ার হোসাইন পিতা: মো. জসিম উদ্দিন শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা ৭. মুহাম্মদ ইছার উদ্দিন পিতা: কলিম উদ্দিন শিক্ষাপ্রতিষ্ঠান: শেখ জনূরুদ্দীন রহ. দারুল কোরআন মাদরাসা, চৌধুরীপাড়া, ঢাকা ৮. নাঈম আহমাদ মুআয পিতা: ফজলুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠান: ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা ৯. তাজিম সিরাজী পিতা: বুলবুল আহমাদ শিক্ষাপ্রতিষ্ঠান: জামেয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী, আঁটিবাজার, কেরানীগঞ্জ, ঢাকা ১০. মো. আব্দুর রাকিব পিতা: মো. সাইফুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠান: জামিয়া বাবুস সালাম, ঢাকা আরএইচ/ |