ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য: মাওলানা এহসানুল হক
প্রকাশ:
২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
গাজীপুর-০৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসানুল হক ব্যাপক গণসংযোগ করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি শ্রীপুর পৌরসভা ও আশেপাশের বিভিন্ন এলাকায় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় মাওলানা এহসানুল হক বলেন, “জনগণের দুঃখ-কষ্ট লাঘব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি বিশ্বাস করি, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই এ দেশকে শান্তি ও কল্যাণের পথে এগিয়ে নেয়া সম্ভব।” |