আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ
প্রকাশ:
২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত
নিউজ ডেস্ক |
![]()
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবিতে সাড়া না দিলে আমি আপনাদের আশ্বস্ত করছি—বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনলে এবং আল্লাহ সেই সুযোগ দিলে আমরা সরকারে গিয়ে কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা ও নাগরিক পরিষদ কুমিল্লার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবি” শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। ড. মোশাররফ বলেন, আমরা সবাই কুমিল্লার মানুষ। কুমিল্লাবাসী ইতোমধ্যে অন্য নাম প্রত্যাখ্যান করেছে। কুমিল্লা নামেই বিভাগ চাই। এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনার জন্য একটি শক্তিশালী প্রতিনিধি দল যাবে। সেই লক্ষ্যে একটি কমিটি গঠন করুন। ব্যক্তিগতভাবে আমি সহযোগিতা করব। আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি এবিএম শাহজাহান, নাগরিক পরিষদ কুমিল্লার সভাপতি ড. শাহ মোহাম্মদ সেলিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এনামুল হক বাবলু, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াস, বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকা সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দীন প্রমুখ। এমএইচ/ |