সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫০ দুপুর
নিউজ ডেস্ক

উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে সেখানে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।