দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময় শেষ হচ্ছে মঙ্গলবার
প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪২ দুপুর
নিউজ ডেস্ক

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শেষ হচ্ছে বলে জানিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ। তবে বিলম্ব ফিসহ আরও সপ্তাহখানেক সেই সুযোগ পাওয়া যাবে। 

সোমবার (২২ সেপ্টেম্বর) কওমি মাদরাসার বোর্ডগুলোর সর্বোচ্চ এই অথরিটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। 

হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক মাওলানা অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৪৭ হিজরি/২০২৬ সনের দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় আগামীকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১: ৫৯ মিনিটে শেষ হচ্ছে। 

বিলম্ব ফিসহ নিবন্ধনের শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ, রবিবার, রাত ১১:৫৯ মিনিট।

এরপর নিবন্ধনের কোনো আবেদন বা দরখাস্ত গ্রহণ করা হবে না।

প্রসঙ্গত, আগামী শাবান মাসে দাওরায়ে হাদিস পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে শাবান মাস ফেব্রুয়ারিতে পড়া এবং সেই মাসে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় চলতে থাকায় দাওরায়ে হাদিস পরীক্ষা নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এমএইচ/